কি সে দায় এই নশ্বর প্রেমের?


যখন প্রেমের আকাল স্থলে জলে
নন্দ খিয়রে; আঁচল উড়ে না আর মৌনতার
আকাশ খুলে দাবিয়ে বেড়ায়
বিদ্রোহ প্রতাপ; মৃত্যুর শিয়রে
অপেক্ষারত প্রণয়ী তাবর
ফিরে যায় প্রেম ভিক্ষা বিনা
চাওয়ার আক্ষেপ বুকে;
করতলে স্মৃতি হাতড়ায় অবিনাশী প্রেম।


প্রেম খড়া মরুভুমির রাশি রাশি বালুকা
ঘূর্ণি বায়ুর দুর্নিবার ঝড়; বিদ্রোহ প্রতাপ
প্রেম অঙ্কুর সবে ফুটেছে প্রাণ তাহাতে;
সহসা কর দান মমতার অম্লান পরশে।


কি সে দায় এই নশ্বর প্রেমের?
পৃথিবী জুড়ে তার অমীয় চলাচল
সনাতন সেই আকাশ জুড়ে;
পুরোনো সেই বায়ুর শরীর ধরে ধরে
আজও চলে তার ঊর্ধ্বগমন নিম্ন গমন
প্রত্যহ তার বিলাসী ভ্রমণ ।


১৪২১@ ৮ ভাদ্র, শরৎকাল।