ক্লান্ত পথিকের পা ডুবে যায় ধুলায় ধূসর


সমুখ পথে চেয়ে চেয়ে,
পথ চলতে চলতে; কালের চেতন ফিরে
সম্ভাব্য বেলা যায় গরিয়ে; অসম্ভবের ফোড়ন কাটে সাঁঝ বাতি
আর তখনই স্বপ্ন উদল বাসনা মিইয়ে যায় নিমেষে।


এই ভাবেই প্রত্যহ
স্বপ্ন যুগোল পথচলা; বিরামহীন মৃত্যুবধি ক্লান্ত পথিক
তবুও পথ চলা আটকায় না; থেমে থাকে না চাইবার বিড়ম্বনায়
আর সেখানটাই যানান দেয় বেঁচে থাকার মর্ম কথন।


এই সেই পথ যে পথে,
পা ছুঁয়েছিল শিকড় জটিশ্বর প্রপিতামহ; পথ চেনার অঙ্গীকার আজও
সেই তীব্র বানের হাতছানি; তাই এখান টায় বিষ্ময় পথেই মগ্নতা গলে
ক্লান্ত পথিকের পা ডুবে যায় ধুলায় ধূসর।


১৪২১@ ৬ ভাদ্র শরৎকাল।