যেন বেঁচে থাকার অনুষঙ্গ অমীয় স্বপ্ন ঘোর


শরতের শিশির ধুয়ে যায় বৃষ্টিতে,
সাদা মেঘের ফাঁকে ফাঁকে; ঘন কালো মেঘের গঙ্গানী
ঝর ঝর বৃষ্টির উদল ছিটেফোঁটা; যেন ভাদ্রে আষাঢ় যাতনা
জারুল তলে ঘাসফুলের ম্রিয়মাণ সতেজতা।


বকুল ফুলে গন্ধ ধুয়ে নিঃশেষ,
তাই তো কাঠবিড়ালীর যুগোল; জলপাই রং এর সাজ
লেজ উঁচিয়ে শরৎ শুভ্রতায় মাতাল; ঢিমে তালে কোজাগরি চাঁদ
গত রাতের দ্বিপ্রহরে উঠেছিল।


রাতে জল ধোয়া জোছনা যেন
মহুয়া নেশা ধরা নিশি রাত; বিরহী কবিতারা যানান দেয়
আচমকা ভেসে আসে মেঘের কান্নায়; স্মৃতির সাতকাহন
যেন বেঁচে থাকার অনুষঙ্গ অমীয় স্বপ্ন ঘোর।


১৪২১@ ৮ ভাদ্র, শরৎকাল।