যখন বৃষ্টি নামল


যখন বৃষ্টি নামল
উদাস আকাশ চেয়ে চেয়ে,
মেঘ তাড়িয়ে দিল;
চাওয়ার তারা উঠল নেচে
হাওয়ার সাথে সাথে,
একি বিন বাজিয়ে গেল?
ফুড়িয়ে যাওয়া মেঘের বেদন
কানে মধুর বাজে,
হারিয়ে যাওয়ার সুর গুলো সব
স্মৃতির জলে ঝরে।


বৃষ্টির বেদন ঘর ছাড়াল। পূরবী ঐ মেঘের সাজ হারল।
দিগন্ত ঐ কেঁদে ফিরে। আকাশ নীলের শরীর জড়িয়ে।
কচুপাতায় টালমাটালে জল। ভাসান জলে হেলেঞ্চা দল।
ব্যাঙ ডাকে ঐ ঘ্যাঙর ঘ্যাঙর। বুনো সীৎকারে চেতন ফিরে।
ঋতুবতীর গায়ে রং লেগেছে। ঢোলা কলমির লজ্জা ঢাকে।


১৪২১@০৯ ভাদ্র, শরৎকাল।