সেই ঘরটার আজও দ্বার খোলা


ভাবনার আড়ালে সেই যে বাঁধলে বাসা
ঘর ছেড়ে যাওয়ার নামটি নাই;
সেই যে শিকড় গাড়লে! বট গাছের মতো
জীবন ভর বিরহী হাওয়ায় মাতালে
ছায়া মরীচিকার হতাশায় ডুবালে।


তবুও সেই বিরহী ডাহুক কূজন
নিন্দুক মনে বার বার উদাস মেঘে আশ্রয় চায়;
যদি ফির আসে সে!
ঋতু বদলে বাহারি মর্মবেদনা ভুলে
মুখোমুখি দাঁড়াবার সেই বটের ছায়া মিলে।


তবু সেই ভাবনার আড়ালে আশার বীজ বুনে
যদির প্রহরা বাড়তে বাড়তে;
সেই আলোছায়ায় ঘন আঁধার নামে
প্রীতি সজ্জন সাঁঝ হাওয়া পাশে এসে বসে
সেই ঘরটার আজও দ্বার খোলা; খিড়কি গুলে আরশি ঝুলে।


১৪২১@১০ ভাদ্র, শরৎকাল।