পাগলা হাওয়া


আমার পদ্যের শরীর,
সন্ধ্যাতারা আঁধার মেশানো আলোয়,
ঘুগরি পোকার সুরে, নির্লিপ্ত নিবির,
সান্নিধ্য কত কথা।


নিবির স্পর্শে সাজানো, সন্ধ্যার শ্যামা আমেজ
ঠোঁটের খুনসুঁটি । আহ্লাদে বেহাল্লাপনা,
স্পর্শ সুখে মাতোয়ারা পাগলা হাওয়া।
নিবির কালো স্পর্শে বাতাস দোল খায় সুখ স্বপ্নে ।


নির্লিপ্ত সান্নিধ্যে বসে
শ্যামের কুঞ্জবনে,
রসে মজে রতি সুখ
মিলন বিরহে ।


১৪২১@১৬ ভাদ্র, শরৎকাল।