অপেক্ষা আজন্ম মনে রক্ত ক্ষরণ


আজন্ম অপেক্ষার পাহাড় খুঁড়ে আর তোমার ঘৃণাকে
ছুঁয়ে ছুঁয়ে পৌষের শীতের অপেক্ষায়।
কা,কা,ডাকে কান পেতে,
ছুঁয়ে যাওয়া অবহেলার দুর্বিসহ যন্ত্রনা হূদপিণ্ডে রক্ত ক্ষরণ।


অপেক্ষার প্রহর গুনা,কি যে যাতনা? অপেক্ষার!
দীর্ঘ নদীর মত সময় পারি দেয়া।
নীল আকাশের অসীম নীলে,তোমাকে চোখে পরে,
স্ফটিক বিন্দুর মত নীলিমায় বিন্দু বিন্দু ভালবাসার ছোঁয়া ।


বিরহ দহনে,
অপেক্ষার কায়া গড়ি,ভাঙ্গি, জোড়া দেই,
বর্ধিত করি, ছেঁটে ফেলি, তার হিসাব কখনও রাখি নাই
শুধু! চাতক অপেক্ষায় পানে; কোকিল অপেক্ষায় বসন্তের
অপেক্ষা আজন্ম মনে রক্ত ক্ষরণ।


১৪২১@ ১৭ ভাদ্র, শরৎকাল।