ঐ যে বসবাসের ঘরটা


ঐ যে বসবাসের ঘরটা
সে তো তোমার আমার; জড়বস্তুর নিংড়ানো
অহরহ দীর্ঘশ্বাস বেড় হয়; প্রাণের ছোঁয়ায় যেন জীবন পায়
আবার একটু মাকড়সার জাল বুনলেই যেন মৃত।


এমনই ঘরে কাটে রাতদিন
কখনও আলো ভরা; কখনও আঁধার ঘন তন্দ্রায়
স্বপ্ন ঘোর ভুতুরে প্রেতাত্মার অবগাহন; বিরহী বসনে হানে বিষণ্ন
রাত ফুরাবার তাড়নায় অভাজন।


ঐ সে অভাজনের দ্বারে তুমি আমি
বিরহ অথবা সুখ বিলায় নিত্য; সময় অসময় কড়া নারে
ভুলেছে সেই কতকাল আগে? অমরাবতীর ইতিহাস কথা কয়
সেখানেও ঐ ঘরটায় নেশার জাদুকরি মান অভিমান।


১৪২১@ ২০ ভাদ্র, শরৎকাল।