প্রতি দিন নতুন সঙ্কট


প্রতি দিন নতুন সঙ্কট
সকালের দোর খুলে;
যে আশার সম্ভার নির্লিপ্ত জেগে উঠে প্রত্যহ
অপরাহ্ণে তা মিলিয়ে যায়।


শরতের কাক ডাকা দুপুরে
সজনে ডালে বসা চঞ্চল কাকটা
খেয়েছে বোধ হয় মোরা পঁচা কিছু
ঠোঁট দুটো পরিষ্কারে ব্যস্ত।
খানিক পরেই
আবার সেই ছুটে চলা পথে
খাবার সন্ধানে! মৃত বা জীবিত
যাই পাওয়া যায় তাতেই
ঠোঁট ডুবা সুখে ক্ষুধার জালা মিটে।


সঙ্কট গুলো কি?
শুধু জীবন বাঁচানোর জন্য
নাকি জীবন যাপনের নিয়তি?
সঙ্কটের মুখোমুখি দাড়িয়ে,
সেই একই সনাতন যুদ্ধ
কাকটার মতো অবিরাম উড়াউড়ি।


১৪২১@ ২২, ভাদ্র, শরত্কাল।