রাখাল আমার মনের আমি


রাখাল আমার মনের আমি
চিরটাকাল যাবে বুঝি এভাবেই; সদর দরজায় পাহারায়
খেই হারিয়ে ফিরে; এ তুমি কেমন রাখাল?
মনের কথা রইলে ভুলে।


মন পবনে নায়ে উঠে
দিগন্ত অপারে ঘুরে পৃথিবী ময়; অচেনা পথে স্বাদ যে বাড়ে
মনের গহিনে চুপি চুপি এসে; স্বপ্ন আশার দোলায় দোলে
চোরা বালি ফাঁদে মন পালিয়ে বাঁচে।


মনের চেতন সাদা কালো সুবর্ণ
নিমেষেই পালিয়ে বেড়ায়; নিচ্ছিদ্র বাহনে লুকিয়ে
রাখাল সেতো ঘুমের ঘোরে; পায় না খুঁজে মনের সীমা
কোন আকড়ে? কোন সে আকার মনের শরীর?


১৪২১@ ২৫ ভাদ্র, শরৎকাল।