ভাদুরে মেঘ আজ শরত আকাশে


ভাদুরে মেঘ আজ শরত আকাশে
কত যে বসন হারাল; সরীসৃপের খোলস বদলের মতো
নদীর উপচে পরা যৌবন; সবে নিঃশেষ হতে শুরু করেছে
মৃত্তিকার ঘোলা আঁচল ধোয়া শরীর।


সেই শরীরে মাতৃত্বের ছাপ আঁকা
নীল আকাশ জুড়ে মেঘ রূপকার; লজ্জাবতীর সবুজ শরীরে
কাঠবিড়ালির পা ছুঁয়েছে; ঢলে পরা সাঁঝ লালিমায়
হিজল বনে ডাহুক ডাহুকি মৌনতা ভাঙ্গে।


সাঁঝ গভীরে আঁধার রাতের পাহারা বাড়ে
সাদা মেঘের ভেলা ঠেলে চাঁদ উঠে; জোছনা বিবর ছায়া ছড়িয়েছে
যেন মহুয়া বনে মাদকতার নেশা; জোছনা শরীরে পেয়ে বসে
মেঘ বালিকা আঁড়ালে বাসনার প্রসন্ন মায়া ঢালে।


১৪২১@২৬ ভাদ্র, শরৎকাল।