শুধু আত্মদহনে সম্ভ্রম মরে বাঁচে


বরফে ঢাকা স্তুপ,
কালের ব্যবধানে ক্ষয়ে ক্ষয়ে গলে পরে
আচমকা বসন্ত জেগে উঠে;
সবুজ পত্র পল্লবে ঐ নিঃশেষ বনে।


প্রকৃতির এ কেমন খেলা?
বার বার নতুন রুপ; বিস্ময় অপার
অথচ যাপিত জীবন!
ততটা নতুনত্বের ধার ধারে না বোধ হয়।


ক্ষয়ে যাওয়া কালে,
স্মৃতির বোঝা বাড়ে যাপিত কালে;
নতুন ছিল যা প্রথম!
তা নিদ্বির্ধায় খসে পরে
শঙ্খচিলের পালকের মতো
অবগাহনে উজ্জ্বল রোমাঞ্চ যৌবন
বাতাস ঢেউ খেলানো সমুদ্র সম
ক্ষয়ে যায় ঠিকই ভাটায় অম্লান স্মৃতি
শুধু আত্মদহনে সম্ভ্রম মরে বাঁচে।


১৪২১@ ২৭ ভাদ্র, শরৎকাল।