স্বপ্ন যাতনা


স্বপ্ন যাতনা!
রাতভর ঘুমের ঘোরে;
আঁধার ঘরের জানলায়
হাওয়া গলে ঢুকে পরে।


আচমকা পর্দার শরীর নড়ে উঠে,
তন্দ্রায় জাগা ঘুম ভাঙ্গে;
আঁধারে মালুম হয় না কিছু
আরশোলা ইঁদুর পিছু পিছু
কুট কুট কুটুর কুটুর আওয়াজ ভাসে
আঁধার ঘরে ইঁদুর মহিয়ান।


পানি ভর্তি গ্লাসের ঢাকনা টা,
টেবিলে পরে আচানক ভুতুরে শব্দ
ঘুমের আঁধার তন্দ্রায় তৃঞ্চায় ঠোঁট যাচে
শরীর জাগে না; যেন পাথর
কুকুরের মতো কুণ্ডলী পাকিয়ে
গ্রহন লাগা নির্ভেজাল স্বপ্ন যাতনা।


সেই আঁধার কুন্ডুলি হতে
বার বার বেড়িয়ে আসার সে কি তান্ডব দ্রোহ?
তন্দ্রায় ঘুমের চেতন ফিরে;
অথচ শরীর জাগে না নিথর নিশ্চুপ
ঝাঁকে ঝাঁক ঘাসফড়িং ডানায় স্বপ্ন যাতনা
আঁধার ঘরে ওম দেয়।


১৪২১@ ১ আশ্বিন, শরত্কাল।