খুঁজে ফিরি সিঁথানে সব যন্ত্রণা বিনাসী চেরাগ


হায়রে অভাগা দেশ,
ঘুচল না এতটা বছরেও; তোর ভাগ্যে সেই একই?
নৈবেদ্যের ছলাকলা খেলা; ৭১ এর যে সম্ভ্রম ঢেকেছিল আকাশ
আজ তা খোলা মেঘ চলাচলে স্বাধীন।


অথচ দেশ তুই কত সইবে?
শকুনের থাবায় শরীর যে তোর! বার বার সেই পুরাতন ক্ষতে রক্ত ঝরে
জানি তোর অপার ধৈর্য্য ধরার ক্ষমতা; মৃত্তিকায় ঢেকে গুমরে মরিস নিত্য
তবুও তোর শরীর ছুঁয়েই স্বপ্ন দেখি প্রত্যহ।


যে স্বপ্ন বাঁচার স্বপ্ন বুনে,
আলো আঁধারে বিরহ বিলাপ; কত ক্ষুধার শরীর বিবর্ণ আঁচে
অজাচার দুঃখ বোধে মৃত্যু সমীপে; এবার উঠ! উঠ দর্পভরে সন্তাপ ভুলে
খুঁজে ফিরি সিঁথানে সব যন্ত্রণা বিনাসী চেরাগ।


১৪২১@ ০২ আশ্বিন, শরৎকাল।