পথিক ঝোলায় জমানো সবটুকু অদৃষ্ট


বুঝতে বুঝতে,
পেরিয়ে গেল অনেক টা সময়;
সময়টা ধরে রামধনু দাড়িয়ে ছিল।
যদি ফিরে আসে,
সেই নন্দন প্রহর!
আমলকি বনে ঝির ঝিরে বাতাসে;
থমকে ছিল সেই অবাধ্য সময়।


মেঘের সাথে,
ঈষৎ কথা কাটাকাটি
রাতের নেশা কেটে জেগে উঠে ভোর;
স্বপ্ন যুগোল,
সেই তৃঞ্চা তিক্ততায় বেড়ে যায়।
মাছ সাঁতারে,
জলের ঢেউ তির তির করে বাড়ে;
খোলা হাওয়ায় মৌনতা ঝুলে থাকে।


ক্ষয়িঞ্চু কালে,
কাঁঠালচাঁপার সাঁঝ ঘ্রাণে;
ঠোঁটের নগ্নতা চুম্বনে যখন মৃত্যু সজ্জা
তখন মিছে মিছি আহ্লাদ;
পুড়ে গেল ব্যগ্র দহনে,
পথিক ঝোলায় জমানো সবটুকু অদৃষ্ট।


১৪২১@ ৫ আশ্বিন, শরৎকাল।