কেন যে তাকে দেখে ছিল চাঁদ?


কেন যে তাকে দেখে ছিল চাঁদ?
অপ্সরী মল্লিকা বনে,
সবে সদ্য স্নানে; নতজানু জোছনা বিভাস
টোল পরা গালে শুধু মুচকি হেসেছিল।


ঐ টুকু মুখ চিপে হাসি
বনে বনে পরে গেল সারা,
অরণ্য দেবের ঘুম গেল টুটে; চারিদিকে একি কলরব
পাখির গানে গাছে গাছে ফোটা ফুল।


ভেসে আসে মৃগনাভীর কস্তুরীর মাতাল সুবাস
অরণ্য দেবের জানলা খোলা,
মধুর গান পুষ্পিত ঘ্রাণ; অপ্সরীর পায়ে নূপুর আওয়াজ
নৃত্য গান মনোহর! কেন তাকে দেখে ছিল চাঁদ?


১০/আশ্বিন/শরৎকাল।