সমুদ্র ঢেউয়ের সফেদ ফেনায় সর্বনাশ


যাপিত জীবনে,
উৎকৃষ্ট বলে কিছু আছে নাকি?
যদিও থাকে! তাকে আধেক জীবনে
ভারসাম্যহীনতার ধারক বলেই বিবেচিত হয়।
এই ধারক,
চির বৈচিত্র্যময় কখনও রুপক
কখনও ঝলমোলানো বিস্ময়
মহুয়ার নেশার মতো রাত মাড়ালেই সারা।


অঙ্কুরোদগম এ কবিতার বীজ
যখন গজে উঠে সবুজ দুটি পাতা।
নতজানু সতেজ; আক্ষরিক জীবন বোধে
বৈষম্যের রেখাপাত ঘটে!


ক্ষয়ে ক্ষয়ে যায় উৎকৃষ্ট মাপক ঢিবি
কালে কালে দীর্ঘ হতে থাকে ব্যঞ্জনার পথ
গড়িয়ে গড়িয়ে ঢলে পরে;
সমুদ্র ঢেউয়ের সফেদ ফেনায় সর্বনাশ।


১২/আশ্বিন/শরৎকাল।