সভ্য নগর এখন


সূবর্ণ স্বপ্নঘেরা নগর যখন হয়ে উঠে ভালোবাসার উর্বশী
জীবন যুদ্ধের যেন এক রণক্ষেত্র কেউ ডুবছে নেশায়!
আড়ম্বর চোখ ধাঁধানো স্বপ্নের কোজাগরী চাঁদ যখন উঠে
নগর সমীপে গো গ্রাসে গিলে নগর সৌম্যের আশ্চর্য বো’ধন।
এ যে আমার প্রিয় শহর জীবন বোধে যাপিত জীবনে;
কুড়িয়ে পাওয়া একমুঠ স্বপ্ন সেই কত কাল আগে?
তার সান্নিধ্যেই আধেক জীবন দিগন্তের অপারে যায় সরে সরে।


ক্রান্তিকালে বিপন্নতার মহা উল্লাসে মাতে মৃত্যু আর মৃত্যু
নগর সভ্যতায় মানুষ মানুষের জন্য আজ বড়ই অসহায়
পৃথিবী জুড়ে মানব প্রেম বিষম অপ্রত্যাশিত ক্ষয়িঞ্চু তার দ্বারপ্রান্তে;
বেওয়ারিশ অচেনা মৃতদেহ পরে থাকে চকে চকে রাস্তার ধারে।


এই নগরে বস্তাবন্দী লাশ,
এই নগরে ফ্যানের রডে ঝুলে লাশ
এই নগরে অভিমানে আত্মহত্যা


১৪/আশ্বিন/শরৎকাল।