যে যায় সে কি আর ফিরে?


না পাওয়া প্রেম বিষম যন্ত্রণারও বটে,
নুন ছারা ডাল ভাত এর বিস্বাদে মতো; খাদ্য নালী গুলিয়ে
বেড়িয়ে আসতে চায় ভিতরে যা কিছু; আলো ছায়া আঁধার মনে লাগে
আত্মহনের মমত্ব বাড়ে।


ডেকে ডেকে ক্লান্ত বিরহী ডাহুকি
নল খাগড়ার বনে একা একা; পাশে কাশবনের ধবল হাওয়ায়
উম্মাদ সাদা মেঘের প্রণয়; বিরহ যন্ত্রণায় পুড়িয়ে মরে একাকি ডাহুকি
যদি ফিরে আসে আমুদে প্রেম আবার।


যে যায় সে কি আর ফিরে?
সময়ের প্রবাহমান গতি; স্রোতের মতো ধাবমান কুহুকী
চঞ্চলতার বেড়াজালে কি করে বন্দি থাকে? সেতো চাতুরতায়
মিছেমিছি খেলেছে মিথ্যা আবরণে।


১৭/আশ্বিন/১৪২১/শরৎকাল।