পাখির ঝাঁক যাচ্ছে উড়ে


পাখির ঝাঁক যাচ্ছে উড়ে
দিগন্তে ঐ আকাশ পথে
বাড়ি ঘরের নারে বালাই
ইচ্ছ মতো ঘুরে বেড়াই।


বিলে ঝিলে গা জুড়িয়ে
হেমন্তের ঐ রৌদ্র হাসে
সাঁঝের গায়ে কুয়াশা মেখে
পথে ঘাটে ধুঁয়া উড়ে।


পানকৌড়ি ভুলে যায়রে
সাঁঝ ঘনালে মনে পরে
মাছের নেশায় ডুব সাঁতারে
ভেজা গায়ে বাবলার ডালে।


১৪২১/১৭ অগ্রহায়ণ/হেমন্তকাল।