কেন জানি অনুভূতিহীন?


কেন জানি অনুভূতিহীন?
ভালো না লাগা! বেসামাল মনটা
উচাটন শরত মেঘের মতো;
কি প্যাডের খেড়ো খাতায় যেন বেমানান
কথার উল্কি আঁকে এলোমেলো
বোধগম্য হয় না কিছু;
দিনভর গজা মিলে ব্যর্থ চেষ্টা
লোনা ধরা টিনের চালে মরিচার বান
নিজ গুনে যাচ্ছে ক্ষয়ে;
তবুও নিঃশেষ হবার ঢের দেরি।


তাইতো মনটা ভালো হবার
মুখরোচক ভালো কোন খাবার নেই সমুখে?
পশুদের যাবর কাটার মতো
কালক্ষেপণ করা যায় খুব সহজে এমন।


কিন্তু বুকের পাঁজরে যে ব্যথা? চিন চিনে
তাতেই কি কিপ্যাডের ছোঁয়ায় বেরুবে কিছু?
আচানক যন্ত্রণার ঘূর্ণি মেঘ; ঝড়ের প্রদাহ!
যদি মিলে বৃষ্টি ছোঁয়ার সুখানুভূতি!!


০৩/কার্তিক/১৪২১/হেমন্তকাল।