এমন হেমন্তে মুক্তির কথা


এমন হেমন্তে মুক্তির কথা
দীর্ঘশ্বাসে মশকরা;
খর পোড়ানো আঁচে
হাত সেঁকে সেঁকে একটু ওম চাওয়া।


কেমনে কুমু বাহে!
জারে যে মুই কাবু হনু,
বেড়ার ঘরে চাটাইয়ের ফাঁকে
কুয়াশা হিম সরসরে ঢুকে
ছেড়া কাঁথায়!
ফির বছরে মিলে একটা কম্বল;
চার দশক পেরুলেও
বাঁচার অধিকারে মুক্তি কই?


হেমন্ত পেরুলেই কুয়াশায় হিম
ষাটোর্ধ ৭১ এর মুক্তি পাগল
টগবগে সেই যুবকের
এখন নুয়ে পরা মেরুদণ্ডে
হাতে হাত পিসে বাঁচার স্বপ্নে বিভোর
সেই স্বপ্নের একটু স্ফুলিঙ্গে
ছিটে ফোটা উমের জন্য;
দশকের পর দশক ধরে অপেক্ষায়
যদি মিলে সেই আশার স্বপ্ন পূরণ


হেমন্তকাল/২৯, অগ্রহায়ণ/১৪২১