যন্ত্রণার ছক


যন্ত্রণা সর্বা সহা,
কিছু কিছু জীবের;
বাকহীন প্রাণীদের কি বেশী না কম?
মনুষ্য জাতির!
সব চাইতে বেশী বোধ হয়।
এত্ত এত্ত যন্ত্রণার বোঝা বুকে নিয়ে
দিব্যি দিনের পর দিন যায়
মাস গড়িয়ে বছর।


অনেক সময় পরিলক্ষিত হয়,
যন্ত্রণার ভারে আত্মহনের স্পৃহা জাগে
আবারও মৃত্যু নামের স্বাদ গ্রহন এ
জীবন ফুড়িয়ে যাবার ইচ্ছা হানে।


জীব মানেই যন্ত্রণা কাতর
এই যন্ত্রণার কি কালে কালের?
উত্তরণ বৈষম্যের ছক আঁকে।
এমন ক্রান্তিকালে সেই ছক
এখন কি ঊর্ধ্বগামী না নিম্নগামী?


১৪২১/২১,কার্তিক/হেমন্তকাল।