জলছবি


হটাৎ দেখা হয়েছিল জোছনা বিলাসী চাঁদের
মেঘবালিকার বিধৌত আনকোরা সুবর্ণ লজ্জা
যেন ইথারে ভেসে আসে সেই বিরহী জলছবি


জলছবি সেই পুরোনো মূর্ত লোকে
এখন সে তো বিমূর্ত!
আলো আঁধারে ঘুরে বেড়ায় স্বাধীন
লোকালয়ে ভুল করে বসে;
সেই জলছবি এখন টুকরো টুকরো
ব্যবচ্ছেদ এ খণ্ডাংশের রাশি রাশি চিহ্ন


সেই চিহ্ন এখন
খন্ড খন্ড স্মৃতির থলি,
শূন্য গোলক এ নিরবচ্ছিন্ন
ধাবমান প্রত্যয়;


আধুলি সময়
শুধু চেয়ে চেয়ে দেখে,
ইথার ঢেউয়ে মখমলে জলছবি
ধীর লয়ে মিইয়ে যায়;


১৪২১/১, অগ্রায়ণ/হেমন্তকাল