অপেক্ষা


নতুন একখান স্বপ্নের জন্য অপেক্ষা
ফুরিয়ে যাওয়া দিন রাতকে ভুলে যাওয়া
বৃষ্টি আসবে বলে আকাশে চেয়ে চেয়ে
হেমন্ত এসেছে ফিরে বলেই শীত যানান দেয়
জল মাকড়সার স্বচ্ছ জলে ছুটাছুটি;


বন্ধ্যা নদীর জোয়ার ফিরে না
মোরা কাটাল চাঁদ বিবরে
স্বপ্নগুলোর প্রহর
জানি ফিরবে জোয়ার
কাল পেরুলেই;
হেমন্ত রাতে জেঁকে বসে
কুয়াশা শিশির
আমলকির গা বেয়ে চুইয়ে পরে
আচানক শব্দ করে।


তাই বুঝি বিশ্বাস ভঙ্গের সূত্রপাত;
তুমি ফিরবে না বলে!!
কত অভাগা কষ্ট এসেছে ফিরে?
ধৈর্য্য ধরে বাসা বুনুনে বাবুই ঝাঁকের মতো


১৪২১/৪ অগ্রহায়ণ/হেমন্তকাল।