কবিতায় কবিতায়


সারা নিল আকাশ ছেয়ে গেল
কবিতায় কবিতায়;


তুমি আসবে বলে সেই প্রত্যুষে!
কবিতারা তাই স্বপ্ন বুনে দিশেহারা;
তোমাকে রাখবে কোথায়?
তারই ছক আঁকতে আঁকতে
ভাবনায় বে ভুলা; কবিতায় কবিতায়


জলের উপর রৌদ্র চিক চিক
বাতাসে ওম তাল, এই বুঝি আসলে তুমি!
চিকন ঢেউ প্রসারণে দুলে উঠে
জলজ ঘাস ফুল; কবিতায় কবিতায়


বেলা ঢলে পরে অবেলা
ঝুমুর সাঁঝ ফিরে আসে
তবু ফিরলে না তুমি? আঁধার আকাশে
নক্ষত্ররাজি লুকিয়ে জ্বলে; চাঁদের অভিমান বর
তোমার মতোই জোছনায় বাড়ন যে তার
ঢের দেরি হবে তার; কবিতায় কবিতায়


১৪২১/৬ অগ্রহায়ণ/হেমন্তকাল