যত্নে পুড়ে গেল বারটা মাস


১) কত কথা সে তো এখন পুরনো?


নতুন আবেগে শুরু
মেঘ গুরু গুরু; বৃষ্টি এল হেসে
ধুলায় পরে স্বপ্ন যায়রে মেখে।


আগল খোলা দুয়ার গেল খুলে
আয় তোরা আয়; স্বপ্ন নিয়ে ঘরে
শতরঞ্জির পরে আশার প্রদীপ জ্বেলে।


কত কথা সেতো এখন পুরনো?
ইতিহাস তারে; কালের অতীত বলে
জীবনভর সে তো সাথে সাথে রবে।


২) সূর্য অতঃপর বছর।


সে দিন নতুন বছরের সূর্য উঠে ছিল। সে কি আলো মাখা উল্লাস? ফেবুস, টুইটারে, মেসেস এ ইস্টগ্রাম লক্ষ লক্ষ সেল ফির আপলোড। এই তো দিন ভালোবাসা বিলি করবার! সবাইকে শুভেচ্ছা নতুন বছর আসছে বলে। আবার সমান তালে চলে গিভট আদান প্রদান। ব্যাচ সূর্য উঠে গেল। নরম রোদ আস্তে আস্তে গাঢ় থেকে প্রখর। তীব্রতা ছড়িয়ে দুপুর গড়িয়ে গেল। আস্তে আস্তে মিইয়ে যেতে থাকে সেই সকালের আবেগের ফুলঝুরি। মাঝে মাঝে রোদ বৃষ্টি। আঁধার রাত। কখনো পূর্নিমা চাঁদ ছড়িয়ে যায় মননের জোছনা। আবার অমাবশ্যা এল। কালো রাত জুড়ে হাজার হাজার সর্বনাশে পুড়ে গেল বারটা মাস।


৩) অতীত এখন বার মাস


কোন এক মাসে দেখা তার সাথে?
হাতে চেপে তারই ছোট শিশু
হাঁটি হাঁটি পায়ে; স্মৃতির খরায় টান ফিরে পায়
যেন মেঘ বালিকা সে! অতীত ঢেলে ভাসিয়েছে উঠান
সজনের ঝরা হলুদ পাতায় পিছু ফিরে চায়।


পথ এখন পাল্টিয়েছে,
আগে ছিল পুবমুখো এখন উত্তরে দিকে নতুন পথ
তাই বছর গরিয়ে কুয়াশার আঁধার নেমে আসে
ধীর লয়ে যেন বিরহী মেঘ মল্লার ডেকে কয়
যাসনে আর ঐ দিকে
বেড়া দেয়া বৃত্ত ঘেরা অবরুদ্ধ সীমানায়
মুক্ত বিনে মুক্তির মিছিলে
অতীত এখন বার মাস।


১৪২১/১৬ পৌষ/শীতকাল/৩১ ডিসেম্বর/২০১৪