হেমন্তের সকাল


পাকা ধানে দীঘল মাঠ
হেমন্তে কুয়াশার আবিরে ঢাকে
কাদা জলে আধা ভেজা ধানের নাড়া
শিশির ধোয়া সিক্ত আইল পথ;


ভাসান ধানের নাড়ায় কানিবক ঝিমায়
শিরশির হাওয়ায় মাথার টিকি পালক উড়ে
ধবল কুয়াশায় হাওয়ায় মাতম
টলটলে জলে শিহরণ তোলে;


ধুলার আবির মাখা মেঠোপথে
মাদার শিউলি কামিনী ঝরে হেমন্ত সকাল
কুয়াশা চিরে রোদের ঝিলিক
সোঁদা মাটির গন্ধ চুমে,
সোনালী ক্ষেত মুচকি হাসে;
আরও হাসে ফিকে রোদে
ঝিঙে মাচায় ঘোমটায় বেগুনি রং এ;
মিষ্টি লাউয়ের ঢোলা ঢোলা কমলা ফুল
লাউ মাচায় লকলকে সবুজ ডগায়
সাদা ফুলের বাহারি সাজ
কীট পতঙ্গের গুঞ্জন ভেসে আসে;


পেঁয়াজ ডগায় সাদা ফুলে
রঙ্গিন ডানায় প্রজাপতি;লাল ফড়িং এর মেলা
বাড়ছে বেলা দিয়ে চুমুক খেজুর রসে
লাল ঝুঁটির বুলবুলিটা সজনে ডালে বসে।


১৪২১/১৫ অগ্রহায়ণ/হেমন্তকাল।