এ যেন এক অমিয় প্রাপ্তি!


সুরম্য নগর যখন স্তব্ধতায় ডুবে যাচ্ছে
গভীর রত, হাওয়ার সাথে শুধু ভেসে আসে
বিরহী কুকুরের দীর্ঘশ্বাস ভরা আত্মনাথ;
তারই সাথে আচমকা ভেসে আসে,এমনি বিমূর্ত রাতে
নগর গলির সুরম্য বাড়ির গেট হতে কান্নার রোল
কেন এত মৃত্যু?
কিসের জন্য জন্ম?
গভীর রাতে ঘরের খিড়কি ঠেলে এমনি নানা প্রশ্ন
ঘুরপাক খায়; এ যে এক রহস্যের বেড়াজাল
মৃত্যু সব সময় কাকতালীয় প্রিয় জনদের কাছে
নানা প্রশ্নের বেড়াজাল ডিঙয়
ধৈর্য্যের সীমায় প্রাণীকূল বাকরুদ্ধ
যার অপেক্ষা সয়না; এ যেন এক অমিয় প্রাপ্তি!


১৪২১/১৯ অগ্রহায়ণ/হেমন্তকাল।