একটুকরো মেঘ নির্দ্বিধায় খসে পরে


মৃত্যু পিছু ছাড়ে না!
সেই জন্ম লগ্ন থেকে পাহারায় আছে
প্রতিটি ক্ষণ নিবির পর্যবেক্ষণে রাখে;
জীবিত এই প্রাণিদেহের সাথে
বেশ সখ্যতা গড়ে উঠেছে বোধ হয়
না হলে মৃত্যু নামের এই যমকে
কে দেহে ধারণ করে রাখে বল?


নাকি তার অস্তিত্বকে টের না পাওয়া ভার বলেই?
তাকে আশ্রয় সেধেছি মৃত্যুবধি;
একটুকরো মেঘ নির্দ্বিধায় খসে পরে
তা বোধ হয় প্রচ্ছন্ন বৃষ্টির নাম,
কিসে তার দায়ভার? অবলীলায় নিঃস্ব নিঃস্বার
এমনি মূল্যহীন প্রাণীদেহ!
একটুকরো মেঘ যেন খসে পরে তো বৃষ্টি
না হলে হাওয়ায় ছুটে;
ঘুরে ঘুরে মহাকাল
আদি অন্ত নিঃস্ব মৃত্যু
বরই একা———-সর্বশান্ত একা!


হেমন্তকাল/২৬, অগ্রহায়ণ/১৪২১