বসন্ত খুঁজি


সবাই বসন্ত খুঁজি
খুব সহজেই কাছে পেতে চাই সেই বসন্ত
বসন্ত মরীচিকার মতো
ছুঁই ছুঁই করে আর ধরা যায় না
অপেক্ষায় কেটে যায় কাল পেরিয়ে মহাকালে
জীবন বধি সবাই বসন্তের প্রত্যাশী
একটু খানি বসন্ত পাওয়ার সেকি তুমুল যুদ্ধ?
দিন ফুরালে রাতের আশায়
রাত ফুরালে পরের দিনের আশা
এমনি করে রাতদিন গুলে মাস পেরিয়ে
বছর গুলে দশকের পর দশক;


প্রজন্ম থেকে প্রজন্ম
পিতা, পিতামহ প্রপিতামহ; তবু বসন্ত ফিরে না
রাতের আঁধার বদলায় কোজাগরি চাঁদ বদলায়
বাতাস বদলায় স্বপ্ন বদলে যায় বদলে যায় মানুষ
তবু সেই বসন্তের আশায় সবাই
পথের পর পথ হেঁটে কালের গায়ে ছাপ এঁকে
সর্বশেষ পুষ্পিত পদ চিহ্নে নিরন্ন বসন্তের আশা চুমে
যদি মুক্তি মিলে সহস্র কালের বসন্তের?


১৪২১/০১,পৌষ/শীতকাল