কথার ভাবনা এখন শুধু পুড়ে


কত কথা প্রতি দিনরাতে?
পৌষ কুয়াশার মতো হাওয়ার মাতম যেন
মেঘ জমে বৃষ্টির মতো অপেক্ষায় খানিক প্রাপ্তি।


কিন্তু কেন জানি?
সেদিন কথা বেড় হল না!
আচমকা তাকে দেখে;
ঠিক যেন কালো মেঘে আকাশ গেল ছেয়ে
বাতাসের প্রচন্ড দাপট মেঘ গেল উড়ে।


আকাশে জমাট মেঘের মতো
কত কথাই না ছিল তার সাথে?
উহ! সিট, মাথার চুল ছিঁড়ে লাভ কিসে?
সে তো চিরদিনের মতো গেল মিলে
পৌষের কুয়াশার মতো উড়ে উড়ে।


কথার ভাবনা এখন শুধু পুড়ে
খড়কুটোর পুড়বার ওমে সেই তো বসে ছিল পাশে
চাদরে মুখটি ঢেকে; চাঁদের অপেক্ষায় এমন হিম রাতে
কুয়াশা যেন বসেছে জেঁকে ঢের রাত বেড়েছে
সেই যে চলে গেল এমনি পৌষের রাতে।


শীতকাল/৮ পৌষ/১৪২১