বিস্ময়ে হতবাক


যতই দেখি বিস্ময়ে
হতবাক হয়েছে যাই
মননের চর্বণ লীলা কি করে এত সক্রিয় থাকে
মেঘের মতো এই জন্ম তো এই নিঃস্ব
তবু তার মাথা হতে বৃষ্টি ভুত নামে না
জোয়ারের আঁকড়ে বাঁচার মতো মহীসোপানে
তবুও এমনি বিস্ময়ে
সময় যায় বয়ে;
কিন্তু কোলাহল পিছু ছাড়ে না
ক্ষুধার মতো সেই একই রকম
কালে কালে একই ক্ষুধা জন্য চিৎকার
জনারণ্যে সমতলে বিভূঁইয়ে স্বদেশে
ক্ষুধা কি এখন নষ্টালজিয়া কালের আকর?
নাকি আগেও যেমন ছিল এখনও তাই?
শুধু যাপিত কালে ধরণের এদিক ওদিক
ক্রান্তিকালে শ্রেণী বৈষম্যের নিক্তির ভ্রম
বাঁচতে হবে বলে ক্ষুধার সারনী!
নাকি ক্ষুধার জন্য বাঁচার যুদ্ধ?


এই বাঁচার জন্য আকাশ ভরা স্বপ্ন উড়ে
খেই হারিয়ে মেঘের মতো দিগন্তে যাই ভেসে
মেঘের গায়ে পাখির পথে আমিও যাই হেঁটে
স্বপ্নডোরে বাঁধা থাক উড়াল মায়ার টান
সেই টানেই তো বেঁচে থাকা; বিস্ময়ে হতবাক


১৪২১/১০পৌষ/শীতকাল।