বৃত্ত জুড়ে বাসনা


বৃত্তের একই পাশে দাঁড়িয়ে
একই জ্যা ধরে হাঁটছি বহুদিন থেকে
বাঁকা চাঁদের পথে বিরামহীন হাঁটা
এমনি বৃত্তে বাঁচে থাকার জন্য


বিন্দু হতে
উঠে আসা করিতকর্মা জীবন
আশা ভরা বুক
স্বপ্ন বাসনা;
নন্দন প্রেম পুষে
আহারে আমিষের মতো
খানিক তৃপ্তি


আসা যাওয়া নিঃশ্বাস
বাতাস কঙ্কালে যখন প্রেম বিরহ
যাপিত কোলাহল
বিষম ঘোর যন্ত্রণা বিকার
চোখের কোণে জল
সনাতন লবণাক্ত ঘ্রাণ
মৃগনাভি কস্তুরী প্রেম, যন্ত্রণা
তাড়িয়ে বেড়ায় বৃত্ত জুড়ে


১৪২১/১৪পৌষ/শীতকাল।