মন অতঃপর শরীর


সব সময় আমারই
অনুকরণে ব্যস্ত
যা করি ও তো তাই করে; আমারই
সমকক্ষ বুনে নিত্য চলে
ছায়ার মতো শরীরের সাথে সাথে


মন নাকি ইচ্ছা?
আমারই মতো হতে
সদা প্রতিযোগিতায় মাতে; চাইলে বৃষ্টি
অপেক্ষায় থাকে সেও
মন বিরহে সেও ভারি উদাস
সেও কি সুখ দুঃখের ভাগি হয়?
নাকি শুধু যানান দেয়?
পোড়া হৃদয়ে যন্ত্রণার কি ভাগ নেয়?
নাকি যন্ত্রণা যানান দেয়?


চাওয়ার বিপনন এই শরীরে তারই
পৈশাচিক বর্বরতা
তাহলে কি তারই কাজ?
আমার শরীর আমি
আমার ছায়াসঙ্গীর মতোই; ফারাক কই?
কেমনে ঘুচবে?
স্বাধীনতায় আমার মুক্তি কই?


১৪২১/১৪পৌষ/শীতকাল।