খসে পরা অবয়ব মুচকি হাসে


ঠিক যেন তারই মতো
কালো চুলে সিঁথির আক্ষরিক মুখের আদল
এত এত মিল সত্যই চমকে উঠতে হয়
এমনি হাজারও মানুষ মানুষে
মিল খুঁজে পাওয়া যায়; থমকে পথে না দাড়িয়ে
বিষণ্ন মনে চলতে হল বৈকি।


এ কেমন সুখ টান?
যে টানে বর্ণময় স্মৃতি কোলাহলে
জীবন্ত অবয়ব সনাতন আদলে ফিরে আসে
যা কি না বেদনা সুখ মহরত যেন?
ছিলে না আপন বলে;খোলা বাতায়নে স্বপ্ন ভেসে আসে
ছুটতে ছুটতে শঙ্খচিলের পালক খুঁজে ফিরে
আস্তিনে যখন অবসাদ নেমে আসে
সেই টানেই বুঝি কবিতা বুনে যুগোল প্রেম।


সে টানেই হাওয়ার মাতম পলে পলে প্রহর গুনে
ঢেউ জলে মাতাল তন্দ্রা গুনে জোয়ার ভাটা জাগে
শুধু পিছনে ফিরে; খসে পরা অবয়ব মুচকি হাসে।


১৪২১/১৯ পৌষ/শীতকাল।