আর কত নষ্ট হলে একুশ জানাবে ধিক্?


একুশ যে,
মাঘে শীতে হাতের তালু ঘুসা ওম
একুশ যে,
মায়ের কোলে নবজাতকের কোপলে চাঁদের টিপ


একুশ তাই,
চেতনার বান প্রশ্ন শত শত!
একুশ তাই,
স্বপ্ন আঁকা আঁধারে আলোর পিদিম


আর কত একুশ এলে মিলবে মুক্তির স্বাদ?
আর কত স্বপ্ন গুমে মিলবে বাঁচার আশ?
আর কত আকাশ চেয়ে দীর্ঘশ্বাসে ভাসবে মেঘ?
আর কত রক্তক্ষরণে মিলবে পথের দিশা?
আর কত বোধের কলঙ্কে অবনত হবে শিড়?
আর কত নষ্ট হলে একুশ জানাবে ধিক্?


২২,মাঘ/১৪২১/শীতকাল