একুশ আসে বলেই


একুশ আসে বলেই কবিতা লেখার ধুম
সারা বাংলা জুড়ে, কত কত যে লেখা লেখি?
পত্র পত্রিকা, স্কুল কলেজে বি.বিদ্যায়ের বর্ণিল দেয়ালি
আর এখন তো উত্তর আধুনিক অনলাইন সংস্করণ
একুশে প্রভাতফেরীর গান; মাঘের শীতে পিঠে খাওয়ার মতো


উনুনে আগুন শিখায় মলিনতায় বিদ্রুপ
বৌ ঝিদের বাপের বাড়ির
স্মৃতি আগুন জ্বলা আয়না যেন; তাই বোধ হয়
উনুন চালে ধুয়ার কুণ্ডলী এমন একুশে।


একুশ এলো পাতা ঝরা বিদ্রুপ ভুলে যায়
সবুজ বনবনানি; কোকিলের কুহু কুহু ডাক
আমের বোলের মহুয়া ঘ্রাণ; প্রেমের আগমনি বার্তায়
গেয়ে উঠে মৌ মাতাল ভ্রমর গুঞ্জন।


একুশ আসে বলে নতুন বই গন্ধ পাই
যেন হ্যামিলিনের বাঁশি বাজে, আকাশ বাতাস জুড়ে
বর্ণমালার বর্ণিল ছোটা যেন; নীলের পরতে আকাশ জুড়ে
সেখানটায় রক্তের আখরে লেখা, মুক্ত আজ মায়ের বোল।


১৪২১/২৫,মাঘ/শীতকাল।