আগুন জ্বলা ফাগুনে


আগুন জ্বলা ফাগুনে,
নাকি ভালবাসার আকাল?
বিজ্ঞ যৌবনের সারথী
এক যুবক; নব্য দেবদাস এখন
তার বিরহ আকুতি তাই প্রতীয়মান হয়
কবিতা তাকে ছেড়ে যায়নি এখনও!


ভালোবাসার মানুষ ছেড়ে গেলেও
কবিতা তার আসন পাকাপোক্ত করেছে
তার বুকের গহিনে
হৃদপিণ্ডের মাঝে প্রিয় সেই জায়গায়
তাই বোধ হয় সেই ক্ষতে নুন ছিটায় কবিতা
বিদেহী বেদনায় যখন ক্লান্ত প্রাণ
খুঁজে খুঁজে ফিরে প্রাণে প্রাণে
জনে জনে সেথায় ঠিক পেয়ে বসে পথিক পথভোলা
বিমর্ষ অধিক তার; অনুতাপে হৃদয় মাপে কতটুকু
আমার ক্ষয়েছে হৃদয়; তার তো ঢের ক্ষত
দিব্বি সেইজন অপরাহ্ণে আলো মাখে।


ধিক্ ধিক্ এমন চাওয়া,
কেন নিজেকে পুড়ে ছাইকে আঁকড়ে ধরা
মোহ জাত পাত বেঁচে
ভালোবাসার আকাল মিছে কেন?
এত এত এত বড় পৃথিবীর মাঝে
কেন মোর শূণ্য বুক মিছে পুড়ে শোকে।


১৪২১/০২ ফাল্গুন/ বসন্তকাল।