বাহান্ন


মুক্তির বীজ বুনা বাহান্ন
চেতনায় শান দেয়া বাহান্ন
প্রত্যয়ের দৃঢ় মুষ্টি বাহান্ন
দক্ষিণা হাওয়া স্বপ্নবোনা বাহান্ন


এমনি করে জাগ্রত পাহারায়। চির ভাস্মর বাহান্ন। যুগে যুগে দ্বারে মোদের। পুষ্পিত ভালোবাসায় রক্তক্ষরণের চেতনা ভুলায়। নন্দন প্রাপ্তির আশায়,মূর্তিমান শহীদ। দেখিয়েছে মাতৃত্ব বোলে,মুক্তির স্বাদ মিলে। কালে কালে কত যে জনম হয়েছে নিঃশেষ? তারই ইতিকথায় স্বাক্ষর আঁকতে সেদিন সদয় হয়েছিল বাহান্ন। তাই প্রাপ্তি অমীয়। স্বাধীন দক্ষিণা বায়ু। প্রাণ জুড়ায়, অম্ল ঘ্রাণে। কুড়িয়েছি প্রাপ্তি অতি সামান্যই। স্বাদ বিস্বাদ, মান অভিমান, বিরহী কাঙাল। পথের বাউল খুঁজে ফিরে আজও, চেতনার সেই বাহান্নর মঙ্গল বর্ণ কলা।


১৪২১/২ ফাল্গুন/বসন্তকাল।