পিছন ফিরে ফিরে


পিছন ফিরে ফিরে
নাই বা দেখা হল চেয়ে চেয়ে,
পথের সাথে ফেরি করি সারা বেলা
ভুবন জুড়ে মেঘের মেলা
প্রাণ জুড়াবে কুড়িয়ে রৌদ্র ছায়া।


রৌদ্র ছায়া মাড়িয়ে দিল হাওয়ার দোলা
মেঘের সাথে খুনসুঁটি যে তার;
ছড়িয়ে দেয় আঁচল এ কোন সোনার মায়া?


সেই মায়া যে পথের ধুলো
মেঠোপথে পথের রাঙা আবির
পলাশের লাল দল ধুলায় যায়রে গড়াগড়ি
ছিটে ফোটা বৃষ্টি পরে;
ভ্রমর পাখায় গান যে ধরে
আমার বোলের মৌ মৌ গন্ধে
পক্ষিকুলের লুকোচুরি।


১৪২১/১২ফাল্গুন/বসন্তকাল।