মাগো ভালোবাসি


জননী তুমি ছিলে বলে,
এমনি করে পৃথিবীটা দেখার;
সুখ দুঃখের ঝঙ্কার বাজিয়ে
যাচ্ছি জলে দিব্বি ভেসে।


তাই তো আজও শুনি ঘুম পাড়ানি মাসি পিসির সেই আদুরে গান। মনে পরে না মাগো, কত কত হাজার চুমোয় ভরিয়ে দিয়েছিলে, সেই পুঁচকে শরীরে। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, সেই নন্দন দুধের সাধ। মায়াবি জোছনায় কত গুলো চাঁদের টিপ দিয়েছিলে? সেই তো আমাকে তোমার, সেই স্বপ্নবোনা জালে; সেই যে জড়ালে! আজ অব্দি সেই ক্ষ্যাপা জাল হতে বেরুতে পারলাম কই?


সেই তোমার বনবাসী আত্মজা
পৃথিবীর উন্মুখ শুদ্ধ আলো প্রত্যাশায়
হাপিত্যেশ করে প্রহর গুনে গুনে,
নবজাতকের কান্নার আওয়াজ পৃথিবী জুড়ে
মুক্তির খুসবু উড়ে; অপরাহ্ণে বিষাদ লালিমায়
আকাশ মুলে বিষণ্ন বেদনার ছাপ আঁকে
স্বপ্নবোনা সেই যে ক্ষ্যাপা জাল; মাছের কাঁটা যেন
গলায় বিঁধে যাওয়ার যন্ত্রণায় ভুগায়
তবুও ভালোবাসি অবিনাশী খরার তেষ্টায়
মাগো ভালোবাসি; বেঁচে আছি তোমার আঁচল পাতা ছায়ায়


১৪২১/২৪ ফাল্গুন/বসন্তকাল।