বসন্ত কাননে এ কোন পথ ভোলা বাউল


চৈত্রের গা পোড়া রোদে
দক্ষিণা উদাস হাওয়া,
শরীর জুড়িয়ে দেয়; ঝরা মুকুলের মৌ মৌ বাসনা
ধুলায় মলিন শিশির মাখা পথ


মলিন দূর্বা ঘাসের সবুজ যৌবন ফিরে
ঘাস ফুলে লাল ফড়িং দোলে,
দুপুরের প্রখর রোদে; কাঠবিড়ালীর
ছুঁয়ে যাওয়া লজ্জায় রাঙা লজ্জাবতী


রোদে পোড়া কৃষকের তামাটে শরীরে
ঘামে চিকচিক শ্রমের মাধুর্য ঝরে,
রাঙা বৌয়ের হাতের; তৃঞ্চা জলের অপেক্ষা
ঢলে পরা বেলায় বাড়ি ফিরে


জানলার পর্দা উড়ে উচ্ছ্বল হাওয়ায়
চোখ রেখে উদাস দুপুরে,
মরীচিকার মৌনতা ফাঁদে; চঞ্চল বাসনার খুনসুঁটি
বসন্ত কাননে এ কোন পথ ভোলা বাউল


১৪২১/৪, চৈত্র/ বসন্তকাল।