নন্দন প্রাপ্তির বাসনা ক্ষয়িঞ্চু কালে


প্রপিতামহের মুক্তির সনদ
বংশ পরমপরা উম্মুক্ত আজ; সেই পুরাতন রক্তের দাগ
কালের পর কাল পেরোলেও মুছে না
বার বার সেই একই ক্ষতে
শুধু জীবন বাঁচাবার তাগিদে; আড়ম্বর মল্ল যুদ্ধ
রক্তে লেখা ক্ষয়িঞ্চু কালের ইতিকথা


সেই ইতিকথায় বার বার যানান দেয়
মানুষ তো ভুলে যায়; নতুন চেতনায় উদ্বুদ্ধ
আবার নতুন একখান কবিতার অপেক্ষায়
যদি আচমকা মুক্তি মিলে
সেই পুরাতন প্রত্যয়; গ্রীবায় চেপে বসে
বার বার সেই একই অপেক্ষা


একই অপেক্ষা যুগে যুগে
নন্দন প্রাপ্তির বাসনা ক্ষয়িঞ্চু কালে


১৪২১/৯ চৈত্র/ বসন্তকাল।