সেই শৈশব থেকে কাঁদা শুরু


সেই শৈশব থেকে কাঁদা শুরু
আজ অব্দি চলছে।
একটা সময় কাঁদলে, আদর বেড়ে যেত
আর এখন কাঁদলে
বিয়োগান্তক কিছু বোধ হয়।


সর্ষেফুলে বর্ণিল মাঠ ছুঁয়ে, আকাশের কবিতা লেখা
অথচ চৈত্র দাবদাহে তৃঞ্চা যাচে।
সন্তাপ এ মৌন মিছিল, ক্ষোভে যখন মেঘ ভারি হয়
দৃষ্টির আঁড়ালে বিশ্বাস লুকায়।
মৃত্তিকার যে গায়ে পরেছিল জল, কুড়িয়েছে প্রাণ
তারই জন্য কই কাঁদিবার অবসর?
এমন চৈত্র মাসে যদি মিলে জল
চোখের জলে হয় একাকার, এ কেমন কাঁদা?
বেজে উঠে যন্ত্রণা ভৈরবী।


১৪২১/১৪ চৈত্র/ বসন্তকাল।