চৈত্র সংক্রান্তি


বসন্তের শেষ দিন,
ভাঙ্গল দোলের মেলা
কালাই ভাজা মুড়িমুড়কি
ডালা ভর্তি গজার হাতি ঘোড়া।


রেশমী চুড়ি বেলোয়ারি,
মেলায় সারি দোকান
জিলেপি ভাজা রাঙা পাঁপড়
কাঁদে ঝোলায় বাঁশের বাঁশি।


তাল পাতার পাখা,
বেলুন ফুলানের বাঁশি
সাপের লেজে কাগজের ঘুড়ি
দক্ষিণা বাতাসে উড়ে সারি সারি।


ঐ গায়ের ঐ জংলা ভিটায়,চৈত্র সংক্রান্তির মেলা বসেছে আজ। গত সাত দিন ধরে তারই সব তোর জোর। সার্কাসের পেন্ডেল, সামিয়ানা উড়ে। চড়কি ঘুরবে। তাই দুপুর হতে না হতেই ছেলে মেয়ের দল মেঠো পথ ধরে, ক্ষেতের আইল পথে হেলে দুলে মেলায় ছুটে। মেলার আশে পাশের গাওয়ে বৌ ঝিদের ভির। উঠান জুড়ে বাহারি রঙ্গিন আঁচলে বধুয়ার খুনসুঁটি। মহুয়ার বাপের সাথে বায়না ধরে, চরকিতে ঘুরবার। মৌমিতার বায়না আমার রেশমী চুড়ি আর আলতা চাই। টুকুর বায়না, আমার বাঁশি, কয়েকটা ঘুড়ি। টুম্পার চাই পুতুল বিয়ের সাজসরঞ্জাম। সবাই মিলে ঢোলের তালে সঙ সাজা নাচ দেখবে। পুতুল নাচ দেখবে আরও কত কি? এমনি করে চৈত্র সঙক্রান্তি সাঁঝ ঘনিয়ে রাত নামবে।


১৪২১/৩০ চৈত্র/বসন্তকাল।