ফড়িং এর মতো রোদ্দুরে পুড়ে


ফড়িং এর মতো রোদ্দুরে পুড়ে
চৌচির মৃত্তিকা ফাটল যন্ত্রণা বুকে
অমিমাংসিত কবিতার পাঁচফোড়ন!
কূল ছেড়েছে বাতাস কবে?
জানি আসবে ফিরে,
শুকনা নদীর বুকে জোয়ার


এসেছে তাপ দাহ প্রণয়ী তৃঞ্চা;
এসেছে ফিরে তোমার দুয়ারে
গোলাপ ঘ্রাণে নামবে বোশেখের প্রথম রাত
দূর গাওয়ে মেলায় পিদিম জ্বলে
মেঠোপথে হইহুল্লোড়
গাজন মেলায় সন্ধ্যা ঘনালে


বোশেখ সাঁঝে লালিমার মতো বিদ্রুপ দিন ফুরালে
দক্ষিণা বাতাস বড়ই সুখপ্রদ স্বস্তি ফিরে
আনাচে কানাচে শুধুই ধু ধু ধুলার সূবর্ণ আস্তর
তোমারই জন্য কবিতার পাখি উড়ে; বোশেখের প্রথম দিনে


১৪২২/ ০৩,/গ্রীষ্মকাল