বৃষ্টির ডুবসাঁতারে সেই ক্ষত প্রেম


কোলাহলে বেশতো ছিল
প্রবাহ বিদ্রোহ বিরূপ
কাল পেরোনো; ক্ষতস্থান চুঁইয়ে পরে
পঞ্চমী চাঁদের মতো
মহুয়া নেশায় ঘোর রাত


রাত ফুরালেও ঘোর কাটে না
তাবর রাতের নেশার শতরঞ্জি
কত কবিতা ফড়িং?
ডানায় উড়ে উড়ে
সাত সমুদ্র ঘুরে ঘুরে
মিথ হয়ে বাঁচে সহসা


সেই শতরঞ্জির
রং চেনা ভালোবাসা
অপরাহ্ণে খণ্ডিত মেঘ,
চাইলেই বৃষ্টির জন্য; তুমুল অপেক্ষা
মেঘ ঘন আঁধারে
বৃষ্টির ডুবসাঁতারে সেই ক্ষত প্রেম


১৪২২/২১, বৈশাখ/গ্রীষ্মকাল।