পৃথিবী এখন আমার সাথে


এক সময় পৃথিবী
বড় বড় চোখে আমার দিকে চেয়ে থাকত;
আর এখন আমি পৃথিবীর বিস্ময়ের দিকে চেয়ে থাকি।
কত যে বিস্ময় লুকিয়ে আছে?
না দেখা চোখের বাহিরে।
এই ক্ষুদ্র চোখে কতটুকুই বা দেখেছি;
তা সত্যই অপ্রতুল।


সাগর মাঝে বৃষ্টির এক বিন্দুর ফোটার মতো নগন্য।
পৃথিবীর ভাঁজে খাঁজে, উঁচু নিচু পাহাড় পর্বত।
এঁকে বেঁকে চলা নদ নদী, বিল ঝিল খাল।
মেঘের দুরন্তপনায় আকাশ;
পথ খুঁজে নেয় চেনা অচেনা পাখির ঝাঁক।
আঁকা বাঁকা মেঠো পথে পথিক সজ্জন,
পথ চিনে বাড়ি ফিরে।


সেই দেখার আমন্ত্রণে,
সকাল সাঁঝে জীবন মৃত্যুর বাঁক চিনে;
রাত ভর পাহারায় আঁধার বিন্যাস
স্বপ্ন দেখার তামাসা বিলায়।


১৪২২/ ৬, জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল