নিঃশেষিত ক্লোরোফিল একই পথে নিশানা মুছে


হটাৎ করে মাঝ পথে
চেনা পথের নিশানা যায় মুছে;
সেই পথই তো ছিল খুব চেনা!
স্মৃতির ধুপ শিখায় জ্বলে উঠে; অনামি স্মৃতির খসড়া
এমনি মিথ বৈচিত্র্য পথে পথে নিশানা মুছে যায়।


সেই পথেই আগল খোলা আকাশ দাড়িয়ে
কালে কালে চন্দ্রাবতীর প্রেম উবে যায়;
খনার বিদ্রোহে
মানুষ বাঁচতে শিখে; পথের বিদ্রোহ মানুষের জন্য
জীবন বোধে স্বপ্ন বাঁধে।


পথের ধুলির মতো নিঃসঙ্গ
প্রতিটি তাচ্ছিল্য জীবন;
একজীবনে কটা সবুজ পাতা
রেখে যায় ডাইরীর পাতার ভাঁজে; রং তার উবে গেল
নিঃশেষিত ক্লোরোফিল একই পথে নিশানা মুছে।


১৪২২/ ০৯ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।